Search This Blog

Saturday, May 9, 2015

অবশেষে আজ থেকে ফ্রি ইন্টারনেট

রোববার থেকে দেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা! 
ইন্টারনেট ব্যবহারকারীদের মনে প্রশ্ন, সত্যিই কী ফ্রি ইন্টারনেট?
অনুসন্ধানে জানা গেছে, ফ্রি ইন্টারনেট ব্যবহারের এই সুবিধা পেতে চাইলে ব্যবহারকারীকে অবশ্যই যে কোন ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের অন্তর্ভুক্ত সময়কালীন ব্যবহারকারী অ্যাপ বা সরাসরি মাধ্যমে সরকারি ও বেসরকারি কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ব্যবহার করে ভিজিট করতে পারবেন। ভিজিটের সময় ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ থাকলেও কোনো ডাটা খরচ হবে না। বিশ্বজুড়ে যা জিরো সেবা নামে পরিচিত। Get Paid Taking Pictures তাহলে কি দাঁড়ালো? মনে করুন আপনি ১ জিবির একটি প্যাকেজ কিনলেন ১০০ টাকায়, যার মেয়াদ ১ সপ্তাহ। ইন্টারনেট ফ্রি বলা হলেও আপনার প্যাকেজটি ১ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। এখন আপনি ডাটা খরচ করুন আর না করুন ইন্টানেট কোম্পানিকে কিন্তু ১০০ টাকা দিচ্ছেনই। সুবিধা শুধু একটাই। ফ্রি সাইটগুলো আরো বেশী বেশী ভিজিট করতে পারবেন। ফেসবুক এ সেবা চালু করেছে এতে তাদেরই লাভ। এতে ভিজিটররা আরো বেশী ফেসবুকে সম্পৃক্ত হবে, তাদের বিজ্ঞাপন ভ্যালু বাড়বে! ব্যবহারকারীদের ফেসবুক ফ্রি পেয়ে আসক্তি বাড়বে। বিশ্বব্যাপি ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ (www.internet.org) নামের এ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশেও শুরু হচ্ছে এই সেবা। প্রাথমিক ভাবে এ প্রকল্পের আওতায় বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এদিকে ফ্রি ইন্টারনেট নিয়ে এরই মধ্যে ভারতসহ বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। বিশেষ করে নেট নিরপেক্ষতা বলে বেশির ভাগ দেশ যে সমতাভিত্তিক ইন্টারনেট ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে এরকম উদ্যোগ বৈষম্যমূলক। এই নিয়ে তর্ক-বিতর্কও বাড়ছে। তাছাড়া বর্তমানে কিছু সাইট ফ্রি ব্যবহার করা যাবে, তাহলে অন্য সাইট কি দোষ করলো? এরকম কথাও উঠছে।  আরো পড়ুন: ফ্রি ইন্টারনেট যেভাবে ব্যবহার করবেন : এই ফ্রি সার্ভিস অ্যাকটিভ করতে চাইলে আপনাদের যা করনীয়ঃ প্রথমে internet.org এর অফিসিয়াল App টি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তারপর আপনি এই App টি দিয়ে বেশ কিছু সাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন। সরাসরি নিচের লিংকে ক্লিক করে এপটি ডাউনলোড করুন। তারপর ওই এপেই পাবেন কোন কোন সাইট ফ্রি চালাতে পারবেন।
নিচে ক্লিক করে Appটি ডাউনলোড করে নিন - See more at: http://www.newsi24.com/index.php?page=des&cid=9&news_id=7282#sthash.licvd61G.dpuf

No comments:

Post a Comment

UK Web Hosting