Search This Blog

Friday, May 8, 2015

Fb Life

    News Feed

    বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ ব্রিটিশ এমপি নির্বাচিত
    লন্ডন, ৮ মে-
    যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের সবচেয়ে আলোচিত হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জয়ী হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি।
    ... See More
    — with Masud Rana and 9 others.
  • Mahbubul Islam Joy Bangla spread out to UK as well. Congrats tulip, Grand daughter of Bangobondhu Sheikh Mujib.
    Like · Reply · 1 · 2 hrs
  • শেখ মিজান রহমান
    Write a comment...
যদি তর ডাক শোনে কেউ না আসে, তবে একলা চলোরে.....!
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,...
See More

News Feed

টপিকস্ ঃ
গণজাগরণ মঞ্চের কাছে আমাদের প্রত্যাশা-
★ কী চাই?
★ কিভাবে হবে?
— with Fatama Bagum and 6 others.
  • মফিজ মোল্লা কিছুই চাওয়ার নাই.. দেবার ও কিছু নাই.. গজা মঞ্চের আবেদন শেষ...
    Unlike · Reply · 1 · 8 hrs · Edited
  • মেয়র আনিসুল হকের অফিস শুরু
    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আনিসুল হক অফিস শুরু করেছেন।
    বুধবার দুপুর সোয়া ১টার দিকে তিনি গুলশান এভিনিউয়ে অবস্থিত ডিএনসিসির নগরভবনে যান। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
    ... See More
    — with Masud Rana and 10 others at Shahbagh Square.
    নবনির্বাচিত ওয়ার্ড কাাউন্সিলার কাজী জহিরুল ইসলাম মানিক ভাই এরর সম্মনে, ১০ নং সেকশন-বি ব্লক ও সি ব্লকের সর্ব স্তরের জনগন ও স্হানিয় নেতৃবৃন্দ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে......জয় বাংলা জয় বঙ্গবন্ধু
    — with Masud Rana and 9 others.

    News Feed

    নিচের ছবিটি খুবই দুর্লভ একটি ছবি।
    ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মৃতদেহ। শশ্মানে নিয়ে যাওয়ার পর বিদ্যাসাগরের মৃতদেহের যে দুটি ছবি তোলা হয়েছিল এ ছবিটি তাদের মধ্যে একটি।মৃতদেহকে বসিয়ে রাখাতে ছবিটি অস্বাভাবিক এবং দৃষ্টিকটু হয়েছে, বসে আছেন বাঁদিক থেকে ঈশান চন্দ্র, শম্ভু চন্দ্র, সূর্য কুমার অধিকারী ও পঞ্চম ব্যক্তি নারায়ন, চতুর্থ জনের পরিচয় জানা যায়নি।
    ১৮৯১ সালের ২৯ জুলাই বাংলা তথা ভারতবর্ষের নারী জাগরণের অগ্রদুত মারা যান।
    — with Anik Ahamed Anik and 69 others.
    আগামী কাল ভোট গ্রহন যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকির জন্য সবাই দোয়া করবেন
    — with Faruk Ahmed and 11 others.
    শপথ নিলেন নবনির্বাচিত তিন সিটি মেয়র।
    শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী।
    — with Masud Rana and 11 others.

    News Feed

    একজন শ্রদ্ধ্যেয় ও প্রিয় মানুষ, মুক্তচিন্তার ধারক, ধর্মীক ও শান্তিকামী জ্ঞানী মহাপুরুষ মৌলানা ফরিদ উদ্দীন মাসুদ। সুচিন্তা ফাউন্ডেশনে বক্তব্য রাখছেন।
    আজ বিশ্ব হেফাজতী তান্ডব দিবস! বিপ্লবী বন্ধুগন এই দিবসকে কি নাম দিবেন?
    — with Alamin Sorkar and 7 others.
    আজ হেফাজত দিবস?
    — with Sk Mizan Rahman and 4 others.
    এরা কার কাছে সারেন্ডার করছে? কাকে আক্রমন করতে সমবেত হয়েছিল? হেফাজতী ০৫.০৫.২০১৩
    মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে জামাত শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে....জয় বাংলা জয় বঙ্গবন্ধু
    — with Faruk Ahmed and 10 others.

    News Feed

    জাওয়াহিরির বক্তব্য ও উপমহাদেশে আই এস
    আন্তর্জাতিক
    ০৩ অক্টোবর, ২০১৪ ইং
    ... See More
    — with Faruk Ahmed and 9 others.
    শুভ জম্মদিন মাগো,
    তোমার দেখনো পথেই আমরা অবিচল।
    শ্রদ্ধ্যা ও ভালোবাসা শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিনে।
    — with গোপালপুর প্রতিদিন and 9 others.
    শুভ জম্মদিন শহীদ জননী জাহানারা ইমাম।
    মানতার মুল্যবোধের কথা মুখে প্রকাশের চেয়ে কাজে প্রমান করা জরুরী, নেপালের মানুষের পাশে দাঁড়ান।
    আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ,
    তাই জামায়াতকে আল-কায়েদা, তালেবান, আনসারুল্লাহ বাংলা যে নামেই ডাকা হোক না কেন, এই মানবতাবিরোধীদের মোকাবেলায় বাংলাদেশের কোনো বিদেশীদের সহায়তা দরকার নেই। সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে কোন অতি মানব দরদী বন্ধু(!) এগিয়ে আসতে চাইলে, জয় বাংলা।
    — with Garib Khair and 19 others.
    বাংলাদেশে আল-কায়েদা, তালেবান নামে কিছু নেই। বাংলাদেশে যা আছে তার নামে 'জামায়াতে ইসলাম'। আর এটা প্রমাণিত যে, এই বিষধর অপশক্তিকে মোকাবেলায় বাংলাদেশের জনগণই যথেষ্ট...
    See More

    News Feed

    সড়ক দুর্ঘটনায় এক বন্ধুর আত্মীয়ের একটি পায়ের জয়েন্ট থেকে নিচ পর্যন্ত মাংস উঠে গেছে। শুধু হাড় দেখা যাচ্ছে। তাঁর জন্যে জরুরী ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন। কেউ দয়া করে এই মুমুর্ষ ব্যক্তিটির জন্যে রক্ত দিতে চাইলে বা সংগ্রহ করে দিতে পারলে এই নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করছি। ০১৯১১১১৬৯৬১ (হিল্লোল মজুমদার)
    https://www.facebook.com/JHLRBD
    — with Amy Promy and 31 others.
    Law Practice · 243 Likes
    Justice For Humanity & Legal Rights's photo.
    • Amy Promy
    • Pothik Tarun
    • Nawaz Morshad
    • গ্রন্থকীট রাজন
    ৩ নং ওয়ার্ড ১০ নং সেকশন এ ব্লকের নির্বাচন পরিচালনা কমিটি, এলাকাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত ৩ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব কাজী জহিরুল ইসলাম মানিক ভাই কে ফুলের শুভেচ্ছা জানায়
    — with Masud Rana and 12 others.
    বাংলাদেশ আওয়ামীলীগ মৌলবাদ তৈরীর কারখানা নয়!
    - আওয়ামীলীগ লিডার!
    1. Add your family to your profile
      2 more pending items

    2012
    2009
    1. Notes

      · 9
      • স্বাধীনতার মাসে সবাইকে শুভেচ্ছা: "মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে।"  ভূপেন হাজারিকার সেই কালজয়ী গানটি-------দিয়েই শরু করছি।  ১লা মার্চ ১৯৭১ জাতীয় সংসদের নির্ধারিত অধিবেশন স্থগিতের প্রতিবাদে ব
        38141
      • মস্তিষ্ক এবং মানব মস্তিষ্ক ও এর ক্রম বিকাশ: শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যে বর্তমান মানব প্রজাতি বিশেষ বিবেচনায় তেমন কোনো অসাধারণ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত নয় – অনেক শিকারী প্রাণীর তুলনায় মানুষ শারীরিক শক্তি
        111
  • Abdul Ahed Monju শুভকামনা রহিল
  • Amit Naiya বড় করুণ এ দৃশ্য।
  • পৃথ্বীশ যুক্তিবাদী ঘোষ khub kasto lage ami vagoban iswar a biswasi noi kintu iswar chandra amar kache iswar eai ek iswar kei mani.
  • Hm Rafiqul Islam জয় হবেই
  • Bitu Khan joy bangla
  • Shadin Bangla আনিসের গায়ে মজিব কোড নেই কেন
  • সুপ্ত আগ্নেয়গিরি এদের থেকেই বিভিন্ন গ্রুপ জন্ম নেয় , ইতিহাস স্বাক্ষী ।
  • Mamun Habib একশনে গেলেই কেউ অধার্মিক হয় না।
    আক্রান্ত হয়ে প্রতিরোধী একশন নৈতিক।
    যেমন আমাদের মুক্তিযুদ্ধ নৈতিক। তবে হ্যা,
    ...See More
  • Mamun Habib এখানে ধর্ম নিয়ে তর্ক করার কি আছে।
    এখানে ব্যক্তির কর্ম নিয়ে সমালোচনা হয়েছে। শেখ মিজান রহমান
  • শেখ মিজান রহমান হ্যা একচোখা কার ভালো লাগে বলেন? বর্তমান প্রধান মন্ত্রী ও সাবেক প্রধান মন্ত্রী দুজনকে আমি এক পাল্লায় মাপতে নারাজ, তা ছাড়া ৫ তারিখের তান্ডব যদি সচক্ষে দেখতেন তবে বুঝতেন, ঐ দিন ওনারা বিএনপি ও জামাতের নেত্রীত্বে অনৈতিক কান্ড ঘটিয়েছিল! সচক্ষে না দেখলে তা উপলব্দি করবেন কিভাবে?
  • Md Mehedi Akanda Mijan vai apone silen kina ami janina. Kinto amar kakato vai hafej solaiman cilo shapla chottore .ar ami chilam diner bela gajipur thake tonggi abdula pur pojnto.
  • Mamun Habib অদ্যাবধি আমি যা শুনেছি, আপনার
    কথা তার বিপরীত। তাছাড়া আমি নিজে,
    যদিও শাপলা চত্তর অবদি যেতে পারিনি,
    ...See More
  • Khokon Patoary আজ মহান "বিশ্ব কান ধরা" দিবস...।
    সবাইকে হেফাজতে রাখার কথা বলে যারা কান ধরে চলে গিয়েছিলো তাদের পাছায় বাঁশ দেয়ার মত সমবেদনা জানাচ্ছি...
  • Raisul Islam Rion আমরা আছি, খান আপনার সাথে।
  • Sodip Biswas শুভ জন্মদিন """'
  • Md Mehedi Akanda Ha ha ha. Seiram kotha.
  • Md Mehedi Akanda Mijan Vai apone kemon asen?
  • Rahman Syed Atiur জামাত কোন ফ্যাকটর নয়। দেশের জন্য সব চে' ক্ষতিকর মুসলিম লীগ, যে দলটি বিএনপিতে বিলীন হয়ে গেছে। এদের বিদেশ কানেকশন খুব শক্তিশালী। মুক্তি যুদ্ধের এক নম্বর শত্রু ছিল এই মুঃ লীগ।
  • Niloy Bhuiyan বাইক এক্সিডেন্ট
  • শেখ মিজান রহমান সকল বন্ধুদের সহায়তা কাম্য
  • Aleya Khan Kobe asbe bhai ?
  • Khan Arif Shetu মানিক ভাইকে লাল গুলাপ এর শুভেচ্ছা
  • Ku Nannu জয় বাংলা
  • শেখ মিজান রহমান কল্লা বাঁজি রাখছি, তাই।
  • সুপ্ত আগ্নেয়গিরি তাইলে আমনেই যান। আমার মাত্র একটাই কল্লা ।
  • শেখ মিজান রহমান আমার তিনটা- আপনারটাও আমার মোট চারটা।
  • Critial Path: Hello world!
    Hello world!

    No comments:

    Post a Comment

    UK Web Hosting